বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৯৮, কংগ্রেসের পদত্যাগ দাবি আকালী দলের
ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অবৈধ মদ ব্যবসা করার অভিযোগ এনেছেন শিরোমণি আকালী দলের নেতা সুখবীর সিং বাদল। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পদত্যাগের দাবি জানিয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় অমৃতসরের মুছল গ্রামে বিষাক্ত মদ পানে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়। শনিবার রাতে মৃতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়ায়। সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে তরণ-তারাণ জেলা থেকে। ওই জেলায় ৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, অমৃতসরে ১২ ও গুরদাসপুর জেলায় ১১ জন মারা গেছেন।
বিষাক্ত মদ পানে অসুস্থ মোট কত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার আট জনকে গ্রেপ্তার করে। পর দিন শনিবার তিনটি জেলার বেশ কটি জায়গায় অভিযান চালিয়ে আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আবগারি দপ্তরের সাত জন ও ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
Comments