শীর্ষ খবর

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করছি এবং এ কারণে বিশ্বের অনেক দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।
ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করছি এবং এ কারণে বিশ্বের অনেক দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন।

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় জেলা প্রশাসন আয়োজিত বন্যা দুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার কারণে পৃথিবীতে সাত লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। উন্নয়নশীল দেশসহ অনেক দেশের রাষ্ট্র প্রধান করোনার সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায়, সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা করোনাভাইরাস সঠিকভাবে সফলতার সঙ্গে মোকাবিলা করেছি। এতে প্রধানমন্ত্রী বিশ্বের অনেক দেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনাভাইরাসে মৃত্যুর হার অনেক কম। একটি মানুষের মৃত্যুও আমাদের কাম্য নয়।’

বন্যা দুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান সম্পর্কে মন্ত্রী বলেন, ‘চলমান করোনাভাইরাসের পাশাপাশি দেশে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত একজন মানুষও না খেয়ে মারা যায়নি। বর্তমান সরকার দুর্গতদের পাশে আছে।’

সহায়তা প্রদান অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস. এম. ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় শতাধিক ব্যক্তির প্রত্যেককে নগদ তিনশত টাকা ও ১০ কেজি করে চাল দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

59m ago