বিশ্বব্যাপী মৃত্যু ৬ লাখ ৯২ হাজারের বেশি, আক্রান্ত ১ কোটি ৮২ লাখ
করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬ লাখ ৯২ হাজার ৬৭৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ২৪ হাজার ২৫৩ জন।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। জনস হপকিনসের তথ্য অনুযায়ী দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৪০২ জন। সেখানে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ১৩ হাজার ৫৪০ জন।
এর পরের অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মারা গেছেন ৯৪ হাজার ৬৬৫ জন। সেখানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৩১ জন।
আক্রান্তের সংখ্যার দিক থেকে ভারতের অবস্থান তৃতীয়। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৫ হাজার ৭৪৫ জন এবং মারা গেছেন ৩৮ হাজার ৯৩৮ জন।
Comments