আইপিএল খেলতে সব বাধা পরিষ্কার স্মিথ-পোলার্ডদের

অক্টোবরে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ছিল। সেটা স্থগিত হয়ে যাওয়ায় এবার আইপিএলের পুরোটাই খেলতে পারবেন স্টিভেন স্মিথ, কাইরন পোলার্ডরা।
steven smith
ফাইল ছবি: এএফপি

অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের একগাদা ক্রিকেটার খেলেন আইপিএলে। তাদের আইপিএল খেলতে নিজ নিজ বোর্ড থেকে কোন বাধা এমনিতেও নেই। তবে অক্টোবরে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ছিল। সেটা স্থগিত হয়ে যাওয়ায় এবার আইপিএলের পুরোটাই খেলতে পারবেন স্টিভেন স্মিথ, কাইরন পোলার্ডরা।

অক্টোবরের ৪, ৬ ও ৯ তারিখ সূচি ছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দুদল খেলতে চেয়েছিল এই সিরিজ। করোনাভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় এই সিরিজও স্থগিত হয়ে যাওয়া অনেকটা নিশ্চিত ছিল।

সিরিজের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণায় সিরিজ স্থগিতের কথা জানিয়ে দেয়।

আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতেরও একটি টি-টোয়েন্টি সিরিজের সূচি আছে। কিন্তু আইপিএলের সময়ে কখনই ভারত কোন সিরিজ খেলে না। কাজেই এই সিরিজের ভবিষ্যতও অনুমেয়।

 

 

Comments