ফিকার জরিপে বিপিএলের পারিশ্রমিক সমস্যা: ‘বিভ্রান্তিকর তথ্য’, বলছে বিসিবি

ছবি: ফিরোজ আহমেদ

ক্রিকেটারদের পারিশ্রমিক পেতে সমস্যা হয়, জরিপ চালিয়ে সারা বিশ্বের এমন ছয়টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খুঁজে পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা। সে তালিকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নাম দেখে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা বলছে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এমন প্রতিবেদন দিয়েছে ফিকা। 

বার্ষিক প্রতিবেদনে ফিকা যে ছয়টি টুর্নামেন্টে পারিশ্রমিক ঝামেলা খুঁজে পেয়েছে সেগুলো হলো- বিপিএল, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, আবু ধাবি টি-টেন, কাতার টি-টেন, ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম ও মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ।

বিপিএল ছাড়া বাকি পাঁচটিই আইসিসি সহযোগী সদস্য দেশের টুর্নামেন্ট। এবং এর কোনটিই মূল ধারার ক্রিকেটে প্রতিষ্ঠিত নয়। পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে কেবল বিপিএলের নাম থাকায় তাই ‘বিব্রতকর’ পরিস্থিতিতে পড়েছে বিসিবি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পারিশ্রমিক সংক্রান্ত এক ঝামেলার কথা উল্লেখ্য করে তা বিচ্ছিন্ন ঘটনা বলে জানায় বিসিবি, ‘পারিশ্রমিক নিয়ে চারজনের সমস্যা হয়েছিল। ২০১৮ সালে বিপিএলের ৬ষ্ঠ আসরে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির তিনজন বিদেশি খেলোয়াড় ও একজন কোচের পারিশ্রমিকের ব্যাপার অমীমাংসিত থাকে। যেখানে পুরো আসরে ১৭০ জন স্থানীয় ও বিদেশী খেলোয়াড়-স্টাফ যুক্ত সেদিক বিচারে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’

বিসিবি জানায় ড্রাফটের বাইরে থেকে নেওয়া এসব কোচ ও খেলোয়াড়দের সরাসরি টাকা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির। তবু অভিযোগ পাওয়ায় পারিশ্রমিক আদায়ে বিসিবি আইনি প্রক্রিয়ায় আছে,  ‘চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে চুক্তির পুরো টাকা বুঝিয়ে দেওয়া বলে এসব খেলোয়াড় ও কোচের কাছ থেকে অভিযোগ পেয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে চুক্তিভুক্ত কোচ ও খেলোয়াড়দের সরাসরি পেমেন্ট দেওয়ার দায়িত্ব ফ্র্যাঞ্চাইজির।’ 

‘তা সত্ত্বেও বিপিএল আয়োজনের কর্তৃপক্ষ হিসেবে বিসিবি বিষয়টি তদন্ত করেছে। এবং পাওনা অর্থ পরিশোধের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেছে। সংশ্লিষ্টদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছে বিসিবি। সার্বিক এই বিষয়ে বিসিবি ওয়াকিবহাল।’

এছাড়া আইসিসি ইভেন্টের পারিশ্রমিকের অর্থ বাংলাদেশের ক্রিকেটারদের দেওয়া হয় না বলে ফিকা যে তথ্য দিয়েছে, তা একেবারেই অসত্য বলে দাবি করেছে বিসিবি,  ‘ফিকার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একমাত্র পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ আইসিসি ইভেন্টের প্রাইজমানির অর্থ খেলোয়াড়দের দেয়নি। এটি একদমই অসত্য। সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপসহ পূর্বের সকল আইসিসি ইভেন্টের টাকা বিসিবি খেলোয়াড়দের বুঝিয়ে দিয়েছে। ‘

 

 

 

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago