টানা বৃষ্টিতে ডুবে গেছে মুম্বাই, রেড অ্যালার্ট ঘোষণা
ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে রাতভর বৃষ্টিপাতে শহর জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিতে ডুবে গেছে অধিকাংশ রাস্তা।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির মধ্যে মুম্বাইয়ের জনজীবনে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে এই জলাবদ্ধতা। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।
জলাবদ্ধতার কারণে নগরীর দুই কোটি বাসিন্দার চলাচলের মাধ্যম লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি সেবা ছাড়া শহরের সকল অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
জরুরি পরিস্থিতিতে যেন আশ্রয়কেন্দ্র হিসেবে বিএমসি স্কুলগুলো ব্যবহার করা যায় সে প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা কর্মকর্তাদের।
টানা প্রবল বৃষ্টিপাতে মুম্বাই শহরের অন্তত ২৬টি জায়গায় পানি জমে গেছে। সেখানে কোথাও হাঁটু সমান পানি আবার কোথাও আবার বুক সমান।
গোরেগাঁও, কিং সার্কেল, হিন্দমাটা, দাদর, শিবাজি চক, শেষ কলোনা, কুরলা বাস ডিপো, বান্দ্রা টকিজ, সিয়ন রোডসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা মারাত্মক আকারে পৌঁছে গেছে।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত মুম্বাইয়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৩০ মিলিমিটার। আরও অন্তত ২৪ ঘণ্টা এই বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। মুম্বাইয়ের পাশাপাশি ঠাণে, পুনে, রাইগড় ও রত্নগিরি জেলাতেও ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করা হয়েছে।
Comments