কুড়িগ্রামের চর রাজীবপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষকদের মানববন্ধন

শিবেরডাঙ্গী গ্রামের বেড়িবাঁধের ভেতরের জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবিতে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলা শহরে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা শহরের থানা মোড় এলাকায় এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সদর ইউনিয়নের শিবেরডাঙ্গী গ্রামের মানুষ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার কারণে ওই এলাকায় প্রায় ৩০০ বিঘা আবাদি জমিতে চাষাবাদ মারাত্মক হুমকিতে পড়েছে।

তারা আরও জানান, শিবেরডাঙ্গীতে বেড়িবাঁধ দেওয়ার কারণে গত কয়েক বছর ধরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় বিশাল এলাকা জুড়ে। এ বছর অতিবৃষ্টি এবং বন্যার কারণে ওই এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগ পড়েছেন। বাঁধের ভেতরে জলাবদ্ধতা থাকায় বাড়িঘর ডুবে গেছে। জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেকেই বাড়িঘর ছেড়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

জলাবদ্ধতার সমস্যা নিরসনে তারা স্থায়ী সমাধান হিসেবে স্লুইসগেট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে।

মানববন্ধন যোগ দেওয়া মোসলেম উদ্দিন নামে এক কৃষক বলেন, ‘গত এক মাস ধরে বাড়িতে পানি উঠে আছে। পরিবার নিয়ে আশ্রয় নিয়েছি উঁচু সড়কে। বন্যার পানি কমলেও জলাবদ্ধতার কারণে এখনও বাড়ি ফিরতে পারছি না।’

আজিজার রহমান নামের অপর এক কৃষক বলেন, ‘বেড়িবাঁধের কারণে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েক বছর ধরে আমরা কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারছি না। এ বছর পানি আরও বেশি। এখনই কোনো স্থায়ী উদ্যোগ না নিলে চলতি আমন মৌসুমে ধান লাগানো যাবে না এসব জমিতে।’

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago