মেজর সিনহার বড় বোনের হত্যা মামলা দায়ের
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
শুনানি শেষে বিচারক তামান্না ফারাহ আবেদনটি গ্রহণ করে হত্যা মামলা রুজু করার জন্য টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেশ দিয়েছেন। আদালত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) মামলার তদন্ত ভার দিয়েছেন। আগামী সাত দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতকে অবহিত করতে বলা হয়েছে।
মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসসহ নয় জনকে আসামি করা হয়েছে।
Comments