বৈরুতে বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, নৌবাহিনীর ১৯ সদস্য আহত

Beirut blast
লেবাননের বৈরুতে স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণ বহু মানুষ হতাহত হয়েছেন। ৪ আগস্ট ২০২০। ছবি: রয়টার্স

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন নৌবাহিনীর ১৯ সদস্য। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার সকালে মোবাইল ফোনে লেবাননে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান। শান্তি মিশনের একটি জাহাজে বাংলাদেশ নৌ বাহিনীর এক শ’র বেশি সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৯ জন আহত হয়েছেন।’

‘তাদের মধ্যে এক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিন জন গুরুতর আহত। তাদের লেবাননের মাউন্ট লেবানন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজটি ঘটনাস্থলের খুব কাছে ছিল। বিস্ফোরণের আধা ঘণ্টার মধ্যে আমরা নৌ সদস্য ও অন্যান্য বাংলাদেশিদের খোঁজ শুরু করি’— বলেন মামুন।

লেবাননে প্রায় এক লাখ ৬০ হাজার বাংলাদেশি বসবাস করেন। এখন পর্যন্ত লেবাননের প্রবাসী বাংলাদেশিরা আক্রান্ত হয়েছেন কি না সে তথ্য জানা যায়নি।

Comments