বৈরুত বিস্ফোরণে নিহতদের স্মরণে বুর্জ খলিফা

Burj Khalifa
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় লেবাননের জাতীয় পতাকা। ৪ আগস্ট ২০২০। ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে স্মরণকালে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা।

গতকাল মঙ্গলবার রাতে আরব আমিরাতের দুবাইয়ে এই ভবনটির গায়ে আলো দিয়ে লেবাননের জাতীয় পতাকা তৈরি করা হয়।

আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ এক টুইটে বলেন, ‘আমরা বৈরুত ও এর জনগণের পাশে আছি।’

বার্তায় তিনি আরও বলেন, ‘ভ্রাতৃপ্রতীম লেবানন ও লেবাননীদের আল্লাহ রক্ষা করুন। তাদের কষ্ট তিনি লাঘব করে দিন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার টুইটে লেবাননের পতাকা দিয়ে সজ্জিত বুর্জ খলিফার ছবিও পোস্ট করেন।

সৌদি আরব-ভিত্তিক আল আরাবিয়ার প্রতিবেদনে আজ বুধবার বলা হয়, বৈরুতে বিস্ফোরণে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। লেবাননের সরকারি কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ২০১৪ সাল থেকে সেখানে মজুদ রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

26m ago