মানিকগঞ্জে বাসচাপায় দম্পতি নিহত, আহত ১০

মোটরসাইকেল
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পাটুরিয়ামুখী একটি বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ এবং আহতরা মানিকগঞ্জ সদর হাসপাতালে রয়েছেন।

বাসচাপায় নিহত ইয়াসমিন বেগম (৪০) মুলজান পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় নিহত হয় ইয়াসমিনের স্বামী হুমায়ন আহম্মেদ। তিনি ঢাকা সিটি করপোরেশনে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইয়াসমিন দম্পতি মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা বলেন, ‘সকালে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ইয়াসমিনকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য তার স্বামী হুমায়ন মোটরসাইকেলযোগে অফিস গেটের সামনে আসলে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় তারা পিষ্ট হন। এতে দুর্ঘটনাস্থলেই মারা যান হুমায়ন। আর মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।’

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago