সাভারে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাভারে ভাড়া বাসা থেকে স্যামুয়েল ফলিয়া (৩০) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার ভোররাতে মরদেহটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। স্যামুয়েল ফলিয়া চাঁদপুর জেলার মিশন পাড়ার এলাকার বাদল ফলিয়ার ছেলে।
সাইফুল ইসলাম বলেন, ‘আজ ভোররাত দুইটার দিকে সাভারের দড়িয়ারপুর এলাকার নিজ ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কক্ষটির দরজা ভেতর থেকে আটকানো ছিল। ধারণা করা হচ্ছে, কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন।’
তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ডা. স্যামুয়েল ফলিয়ার কক্ষ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।’
মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments