হাসপাতালে অভিযান চালাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ নিতে হবে

সরকারি-বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালাতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।
স্টার অনলাইন গ্রাফিক্স

সরকারি-বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালাতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে পরামর্শ করে নিতে হবে।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ বিভাগের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবার সই করা চিঠিতে বলা হয়, ‘করোনা মহামারির প্রাদুর্ভাবের পরে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা বিভিন্ন বিষয়ে জানতে অভিযান পরিচালনা করছেন।’

এতে আরও বলা হয়, ‘একটি হাসপাতালে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করাতে তাদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এ কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে এক ধরনের চাপা অসন্তোষ বিরাজ করছে।’

স্বাস্থ্য সেবা বিভাগ থেকে হাসপাতালগুলোর সার্বিক কার্যক্রম পরিবীক্ষণ করার জন্য একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘জননিরাপত্তা বিভাগের একজন যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তাও সদস্য হিসেবে (কমিটিতে) আছেন। ভবিষ্যতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অভিযান পরিচালনা করার প্রয়োজনীয়তা দেখা দিলে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে পরামর্শ করে তা করা যাবে।’

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর আলোচনা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, ‘যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এ রকম অভিযান পরিচালনা থেকে বিরত থাকা এবং জরুরি অভিযান পরিচালনার প্রয়োজন হলে স্বাস্থ্য সেবা বিভাগ ও প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

11m ago