রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব উদ্বোধন

অবশেষে রাঙ্গামাটিতে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব উদ্বোধন করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের ৬৯ লক্ষ টাকার অর্থায়নে এই ল্যাব স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি মেডিকেল কলেজের নিচ তলায় এ ল্যাবের উদ্বোধন করেন করোনা পরিস্থিতির মোকাবিলায় সরকারের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলায় দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে রাঙ্গামাটি জেলার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এরপরে সামুদা ফুড প্রোডাক্ট লিমিটেড পক্ষ থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কাছে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।
জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, ‘আজ ল্যাবটি উদ্ভোধন হলেও নমুনা পরীক্ষা করতে আরও কয়েকদিন সময় লাগবে। এ ল্যাব থেকে প্রতিদিন ১০০টি নমুনার পরীক্ষার ফলাফল দেওয়া হবে। পরবর্তীতে চাহিদা অনুসারে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। রাঙ্গামাটির সব উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে দুপুর ১টার মধ্যে ল্যাবে পৌঁছাতে হবে।’
তিনি আরও বলেন, ‘অপাতত শুধু রাঙ্গামাটি জেলার করোনা নমুনা পরীক্ষা করা হবে। অন্য দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবান থেকে নমুনা দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, ‘আশাকরি এবার রাঙ্গামাটিবাসীর করোনা রিপোর্ট পেতে দীর্ঘ অপেক্ষার কষ্ট দূর হবে। এই পিসিআর ল্যাব স্থাপনের অবদান সম্পূর্ন বসুন্ধরা গ্রুপের। এজন্য রাঙ্গামাটিবাসী বসুন্ধরা গ্রুপের কাছে কৃতজ্ঞ থাকবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. আলমগীর কবির।
Comments