ফারমার্স ব্যাংকের টাকা আত্মসাৎ: সাহেদের ১০ দিনের রিমান্ড চেয়েছে দুদক

ফারমার্স ব্যাংক লিমিটেড (বর্তমান পদ্মা ব্যাংক) এর দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মোহাম্মদ শাহজাহান মেরাজ আদালতে রিমান্ড আবেদন জমা দেন।
ঢাকা সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস সাহেদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন।
২০১৫ সালে ফারমার্স ব্যাংকের দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৭ জুলাই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ, ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ চার জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
সাহেদের বিরুদ্ধে করা একটি অস্ত্র মামলায় দশ দিনের রিমান্ড শেষে ১৫ জুলাই তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।
Comments