করোনায় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গণি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু যান।
উপজেলার সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদের আগে থেকে আব্দুল গণি জ্বরে ভুগছিলেন। তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে। বুধবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত ৩টার দিকে তিনি মারা যান।’
আব্দুল গণি পর পর দুবার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।
Comments