শার্শা সীমান্তে ২৮ কেজি রুপা জব্দ

যশোরের শার্শা উপজেলা থেকে অবৈধভাবে আনা ২৮ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে গোগা সীমান্ত এলাকার গাজীপাড়া মাঠ থেকে রুপার চালানটি জব্দ করা হয়।
Joshore_DS_Map
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের শার্শা উপজেলা থেকে অবৈধভাবে আনা ২৮ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে গোগা সীমান্ত এলাকার গাজীপাড়া মাঠ থেকে রুপার চালানটি জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর-ই-এলাহী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারত থেকে রুপা পাচার হয়ে বাংলাদেশে আসছে— এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা গোগা সীমান্ত এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ২৮ কেজি ওজনের রুপা জব্দ করা হয়েছে।’

‘বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত রুপা শুল্ক  গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে’— বলেন মঞ্জুর-ই-এলাহী।

Comments