করোনায় ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে
চলতি বছর ১ ডিসেম্বরের মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা প্রায় তিন লাখে পৌঁছে যেতে পারে বলে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের (আইএইচএমই) স্বাস্থ্য বিশেষজ্ঞরা এক পূর্বাভাসে জানিয়েছেন। ইতোমধ্যে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার মার্কিন বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
আইএইচএমই তাদের পূর্বাভাসে জানায়, ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ ২ লাখ ৯৫ হাজার ১১ জনের মৃত্যু হতে পারে। তবে, ৯৫ শতাংশ মানুষ যদি নিয়ম মেনে মুখে মাস্ক পরেন তাহলে কমপক্ষে ৬৬ হাজার মানুষের জীবন বাঁচবে এবং মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৮ হাজার ২৭১ জনে নেমে আসবে।
আইএইচএমই এর পরিচালক ক্রিস্টোফার মারের বলেন, ‘যুক্তরাষ্ট্রে সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মাঝে সচেতনতা এসেছিল। মুখে মাস্ক পরার পাশাপাশি তারা সামাজিক দূরত্বও বজায় রেখেছিল। কিন্তু, সংক্রমণ একটু কমতেই সবাই নিরাপত্তার কথা ভুলে স্বাস্থ্যবিধি মানছেন না। মুখে মাস্কও পরছেন না।’
আইএইচএমই জানায়, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসের করোনার প্রকোপ কমে এসেছে। তবে, ভার্জিনিয়া, কানসাস, মিসিসিপি, কোলোরাডো, ওহিওর একাধিক নতুন এলাকা করোনার হটস্পট হয়ে উঠছে।
Comments