কয়েদির পলায়ন: কাশিমপুরের ১২ কারা কর্মকর্তা ও রক্ষীকে সাময়িক বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্মকর্তা ও রক্ষীসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারাগারের সিনিয়র সুপার জাহানারা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট ১২ জন কারা কর্মকর্তা ও কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।’
আরও পড়ুন:
কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির পলায়নের অভিযোগ
Comments