কয়েদির পলায়ন: কাশিমপুরের ১২ কারা কর্মকর্তা ও রক্ষীকে সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্মকর্তা ও রক্ষীসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Kashimpur-central-jail
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। স্টার ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্মকর্তা ও রক্ষীসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কারাগারের সিনিয়র সুপার জাহানারা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট ১২ জন কারা কর্মকর্তা ও কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

আরও পড়ুন:

কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির পলায়নের অভিযোগ

Comments

The Daily Star  | English

An economic corridor that quietly fuels growth

At the turn of the millennium, travelling by road between Sylhet and Dhaka felt akin to a trek across rugged terrain. One would have to awkwardly traverse bumps along narrow and winding paths for upwards of 10 hours to make the trip either way.

12h ago