হালদায় ১৭ কেজি ওজনের মৃত মা মাছ উদ্ধার
দক্ষিণ এশিয়ার রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ১৭ কেজি ওজনের একটি মৃত মা মাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আমতল অংশ থেকে মাছটি উদ্ধার করা হয়।
হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দ্যা ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্থানীয় লোকজন একটি বড় আকারের মা মাছ নদীতে ভাসতে দেখে আমাকে খবর দেয়৷ পরে সংশ্লিষ্টদের নিয়ে সেখানে গিয়ে ১৭ কেজি ওজনের মা মাছটি উদ্ধার করি।’
‘মাছটির শরীরের প্রায় ৪০ শতাংশ পঁচে গেছে। সম্ভবত মাছ ধরার বড়শিতে আটকা পড়ে এটি মারা গিয়ে থাকতে পারে,’ বলেন তিনি।
Comments