আগামী বছর টি-২০ বিশ্বকাপ ভারতে, পরের বছর অস্ট্রেলিয়ায়

করোনাভাইরাসের কারণে চলতি বছর স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। আর আগামী বছরে ভারতে আগের সূচি অনুযায়ী হবে আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ICC t20 world cup 2020

করোনাভাইরাসের কারণে চলতি বছর স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। আর আগামী বছরে ভারতে আগের সূচি অনুযায়ী হবে আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এছাড়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া চলতে বছরের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও পিছিয়েছে দুই বছর। নিউজিল্যান্ডেই টুর্নামেন্টটি হবে ২০২২ সালে।

শুক্রবার আইসিসির বিজনেস ডেভলোপমেন্ট উইং ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

বিশ্বজুড়ে মহামারি পরিস্থিতির কারণে অনুমিতভাবেই চলতি বছরের টি-২০ বিশ্বকাপ স্থগিত করা হয় গত ২০ জুলাই। তখন জানানো হয়েছে আগামী দুই বছরে হবে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী ২০২৩ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ।

তবে স্থগিত হওয়া অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ আগামী বছর হবে, নাকি ভারতে আগের মতই সূচি থাকা বিশ্বকাপটি হবে তা নিয়ে দোলাচল ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়েছিল চলতি বছরের স্থগিত হওয়া বিশ্বকাপ আগামী বছর তারা আয়োজন করতে।

সেক্ষেত্রে ২০২১ সালে ভারতে সূচি থাকা টি-২০ বিশ্বকাপ পিছিয়ে নিতে হতো ২০২২ সালে। ২০২৩ সালে ভারতেই ওয়ানডে বিশ্বকাপ থাকায় টানা দুই বছরে আইসিসির দুটি মেগা ইভেন্টে পড়ে যেত দেশটিতে।

অনেক দেন দরবারের পর শেষ পর্যন্ত সমাধান এসেছে। ভারতে  আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হবে কুড়ি ওভারের বিশ্বকাপের সপ্তম আসর, ফাইনাল হবে ১৪ নভেম্বর।

২০২২ সালে এই সংস্করণের বিশ্বকাপের অষ্টম আসর আয়োজন করবে অস্ট্রেলিয়া। এই আসরের ফাইনালের তারিখ থাকছে ১৩ নভেম্বর।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

8h ago