নতুন করে যোগ দিচ্ছেন মুমিনুল-সৌম্যসহ ১২ জন
ঈদের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে দেশের বিভিন্ন ভেন্যুতে খেলোয়াড়দের একক অনুশীলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কয়েক দিনের বিরতির পর দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। গেল মাসে অনুশীলনে ফেরাদের সঙ্গে নতুন করে যোগ হয়েছেন মুমিনুল হক-সৌম্য সরকারসহ মোট ১২ জন।
আপাতত ছয় দিনের (৮-১৩ অগাস্ট) সূচি বিসিবি প্রকাশ করেছে শুক্রবার। সব খেলোয়াড়কে আলাদা করে সময় বেঁধে দেওয়া হয়েছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঈদের আগে অনুশীলন শুরু করেছিলেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান রানা ও শফিউল ইসলাম। তাদের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছেন সাত জন- মুমিনুল, সৌম্য, সাব্বির রহমান, সাদমান ইসলাম, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও তাইজুল ইসলাম।
মিরপুরে ব্যাটসম্যানরা ব্যাটিং করবেন ইনডোরে এবং ফিটনেস ট্রেনিং করবেন মূল মাঠে। আর বোলাররা জিম, রানিং ও বোলিং অনুশীলন করবেন একাডেমি মাঠে।
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন আগের তিন জনই- নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও মাহাদী হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদের সঙ্গে যুক্ত হয়েছেন আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন।
চট্টগ্রামের জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসানের পাশাপাশি নতুন করে অনুশীলন শুরু করবেন ইয়াসির আলি রাব্বি ও ইরফান শুক্কুর। রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর সঙ্গে যুক্ত হয়েছেন সানজামুল ইসলাম।
Comments