সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছে না ইংল্যান্ড

দুই দলের সীমিত ওভারের সিরিজটি ২০২১ সালের শুরুর দিক পর্যন্ত স্থগিত করা হয়েছে।
england and india
ছবি: এএফপি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছে না ইংল্যান্ড। দুই দলের সীমিত ওভারের সিরিজটি ২০২১ সালের শুরুর দিক পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির ক্রমেই অবনতি হওয়ায় ইংলিশরা যে দেশটির মাটিতে খেলতে যাচ্ছে না, সেটা অনুমিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। শুক্রবার শেষ হয়েছে সেই অপেক্ষা। দেশ দুটির ক্রিকেট বোর্ড আলাদা বিবৃতিতে সিরিজটি স্থগিত করার কথা জানিয়েছে। আলোচনা সাপেক্ষে পরবর্তী দিনক্ষণ ঠিক করা হবে বলেও উল্লেখ করেছে তারা।

সেপ্টেম্বরে ভারতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার সূচি ছিল ইংল্যান্ডের। এরপর আগামী বছরের জানুয়ারিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ফের সেখানে যাওয়ার কথা রয়েছে দলটির।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের বিবৃতিতে বলেছে, আগামী ২০২১ সালের জানুয়ারির শেষদিক থেকে মার্চের শেষদিক পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলার পরিকল্পনা করছে তারা।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

2h ago