ভ্রাম্যমাণ আদালতে ‘মাদকসহ আটক’ ছাত্রলীগ নেতার কারাদণ্ড
মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ আটক হওয়া ছাত্রলীগের নেতা হামজা খানকে জেল-জরিমানা করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার রাতে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজাকে তিন মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার সাজা দেন প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শনিবার সন্ধ্যায় তিনি শহরের বেউথা সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন। হামজা ওই পথে মোটরসাইকেলে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তল্লাশি করে তার কাছে দেশি মদ পায়। তাকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের এমপি নাইমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর স্ট্যাটাস’ দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হামজা খান গ্রেপ্তার হয়েছিলেন।
Comments