মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পরে স্বামীর আত্মহত্যা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্ত্রীকে হত্যার পরে আত্মহত্যা করেছেন এক চা শ্রমিক।
আজ রোববার সকালে বোলাছড়ার হাসপাতাল লাইন শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘খরব পেয়ে আমরা কলোনিতে যাই এবং ঘরের মেঝেতে স্ত্রী আলোকার জবাইকৃত মরদেহ এবং সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় স্বামী বিপুলকে দেখতে পাই।’
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যার পরে আত্মহত্যা করেছেন স্বামী। তবে, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
নিহত দুজনের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Comments