বালু তুলতে গিয়ে ক্ষতিগ্রস্ত সাবমেরিন ক্যাবল, ইন্টারনেটে ধীরগতি

পটুয়াখালীতে বালু তুলতে গিয়ে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় সারাদেশে ইন্টারনেটের গতি কমে গেছে।

বালু তোলার সময় এক্সকাভেটর ব্যবহার করতে গিয়ে রোববার দুপুরে সাবমেরিন তারের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাই ও অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (বিএসসিসিএল) মশিউর রহমানের বরাতে এ তথ্য জানিয়েছে বাংলা দৈনিক প্রথম আলো।

মশিউর রহমান জানান, দেশে ইন্টারনেট ব্যবহারের প্রায় অর্ধেক ব্যান্ডউইথ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল থেকে সরবরাহ করা হয়। ফলে, সারাদেশে ইন্টারনেটের গতি কমে গেছে।

ক্ষয়ক্ষতি সারিয়ে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে কত সময় প্রয়োজন সেটি জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

খবর পেয়েই পটুয়াখালীর উদ্দেশে রওনা হওয়ার কথা জানিয়েছেন মশিউর রহমান। জড়িতদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান তিনি।

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) অপারেটর ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ জানান, দেশের মোট ব্যান্ডউইথ চাহিদার ৩০ থেকে ৪০ শতাংশ আসে সি-মি-উই-৫ দিয়ে। ফলে, সেটি ঠিক না করা পর্যন্ত সারা দেশে ইন্টারনেট ধীরে চলবে।

২০১৭ সালে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ (সি-মি-উই-৫) সাবমেরিন ক্যাবলে যুক্ত হয় বাংলাদেশ। এর আগে, বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই-৪’ এর সঙ্গে যুক্ত হয়।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

4h ago