কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪২, সাত জেলায় লাল সতর্কতা
কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েছে চলেছে। আজ রোববার নতুন করে আরও ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২। সরকারি কর্মকর্তারা এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন। এখনো নিখোঁজ আছেন কমপক্ষে ৩০ জন।
আজ রোববার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
গত শুক্রবার রাজামালাইয়ে প্রবল বর্ষণের ধস নামলে মাটিচাপা পড়েন কলোনির চা শ্রমিকরা। মৃতদের খোঁজে স্নিপার ডগ নিয়ে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।
কর্মকর্তারা জানান, কমপক্ষে ছয়টি জাতীয় দুর্যোগ মোকাবিলা দল (এনডিআরএফ) উদ্ধার অভিযান চালাচ্ছে।
হিন্দুস্তান টাইমস জানায়, কেরালায় এখনো আবহাওয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি। ইতোমধ্যে প্রবল বর্ষণে বিপর্যস্ত জেলাগুলেোতে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কোল্লাম, পাথানামথিট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ত্রিশূরে সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী তিরুবন্তপুরমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও, আলাপুঝা, ইদুক্কি, মল্লপুরম, কোঝিকোড়, ওয়াইনাড, কান্নুর এবং কাসারগড়ে জারি করেছে লাল সতর্কতা।
Comments