কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সড়ক দুর্ঘটনায় কাতারে গতকাল এক বাংলাদেশি মারা গেছেন। নিহত হোসাইন আহমেদ (২৮) মৌলভীবাজারের কুলাউড়ার জয়পাশা এলাকার আব্দুর রহিমের ছেলে।
নিহতের শ্বশুর গণমাধ্যমকর্মী জয়নাল আবেদিন এই জানান, হোসাইন আহমেদ কয়েক বছর ধরে কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। রোববার সন্ধ্যায় একটি পিকআপ ভ্যানে কর্মস্থলে যাওয়ার সময় আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে পড়ে মাথায় চোট পান তিনি।
স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হোসাইনের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানান জয়নাল আবেদিন।
Comments