প্রথম দিনের অনুশীলনে কোনো সমস্যাই হয়নি জাহানারার

ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাসের কারণে চার মাসেরও বেশি সময় মাঠে অনুশীলনের সুযোগ ছিলনা ক্রিকেটারদের। দীর্ঘ বিরতি শেষে ফেরার পর প্রথম দিনের অনুশীলনে হাতে ফোস্কা পড়ে গিয়েছিল ইমরুল কায়েসের। রানিং করার সময় অল্পতেই হাঁপিয়ে ওঠার কথা বলেছিলেন মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলামরা। কম-বেশি প্রায় সব খেলোয়াড়ই অস্বস্তির কথা জানিয়েছিলেন। সেখানে প্রথম দিনে কোনো সমস্যাই হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার জাহানারা আলমের।

লকডাউনের পর সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে প্রথমবারের মতো অনুশীলনে নামেন জাহানারা। প্রথম দিনে জিমের পাশাপাশি করেছেন বোলিংও। আর সেখানে সামান্য সমস্যা হয়নি বলেই জানান এ নারী ক্রিকেটার। অথচ পুরুষ ক্রিকেটারদের অসহায় অবস্থার কথা শুনে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন জাহানারা। কোনো সমস্যা না হওয়ায় তাই যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি।

প্রথম দিনের অনুভূতির কথা জানিয়ে জাহানারা বলেন, 'শান্তি লাগছে। অনেক বেশি তৃপ্তি ফিল হচ্ছে। অনেক দিন পর বোলিং করতে পেরেছি। তবে আমার অনেক ভালো লাগছে কারণ পত্রিকায়-টিভিতে দেখেছি অনেকেই প্রথম দিনে খুবই অস্বস্তি অনুভব করেছে, বলগুলো ডাবল দেখেছে, মাথা ঘোরাচ্ছে এমনও শুনেছি। কিন্তু আমার তেমনটা মনে হয়নি। আমি ওদের অবস্থা দেখে ভয় ভাবছিলাম, ওদের এই অবস্থা হলে আমাদের মেয়েদের কি হবে!'

লম্বা সময় পর মাঠে অনুশীলনের ধাক্কাটা অনেকে দ্বিতীয় দিনে বুঝতে পারেন। জাহানারাও মনে করছেন এমনটাই, 'আমার কাছে মনে হচ্ছে আমি মাত্র এক সপ্তাহ বিশ্রাম নিয়ে অনুশীলনে ফিরেছি। শুধু মাত্র প্রথমদিন অনুশীলন করার পর পিঠ, ঘাড় ও স্লোডার অনেক ব্যথা করে। বিশেষ করে পরদিন ঘুম থেকে উঠার পর এই ব্যথা অনুভব হয়। আজকে বোলিং করেছি, কালকে সকালে হয়তো বুঝতে পারবো, কতটা ব্যথা হচ্ছে।'

প্রায় পাঁচ মাস বিরতিতে যে কেউরই সমস্যা হওয়ার কথা। সেখানে নিজের কোনো সমস্যা না হওয়ার কারণটাও ব্যাখ্যা করেছেন এ পেসার। শ্যামলী একাডেমিতে ক্যাচিংয়ের পাশাপাশি ব্যাটিং অনুশীলন করেছেন প্রায় একমাস। জাহানারার ভাষায়, 'আসলে আমার সমস্যা না হওয়ার পেছনে জুনের ১৫ তারিখ থেকে জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত এক মাসের কাজের ফল পেয়েছি। এই জন্যই ভালো লাগছে।'

লম্বা সময় পর মিরপুরে ফিরে দারুণ উচ্ছ্বসিত জাহানারা, 'সবকিছু মিলিয়ে আমি অনেক ভালো অনুভব করেছি। অনেকদিন পর বোলিং করলাম, মিরপুরে মাঠে হাঁটলাম। দীর্ঘদিন পর এমন অনুভূতি সত্যিই অসাধারণ। সবমিলিয়ে দারুণ লাগছে। ধন্যবাদ বিসিবিকে। প্রথমবারের মতো ছেলেদের মতো করে সুযোগ সুবিধা আমরা পেয়েছি। আমাদেরকে বলতেও হয়নি। বিসিবি নিজ উদ্যোগেই আমাদের অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে।'

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের তিন ভেন্যুতে সোমবার থেকে নয় নারী ক্রিকেটারের অনুশীলনের সূচি প্রকাশ করে সোমবার। প্রাথমিকভাবে জাহানারাদের তিন দিনের সূচি নেওয়া হয়েছে। তাই আরও দুইদিন পেস বোলিং করবেন জাহানারা। প্রথম দিনে তিন ওভার বোলিং করেছেন। প্রথম সপ্তাহে তিন ওভার করেই বল করার নির্দেশনা দেওয়া হয়েছে তাকে।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal to export 40 MW power to Bangladesh via Indian grid from today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

1h ago