করোনায় সাতক্ষীরায় নার্সের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্যেষ্ঠ সেবিকা মর্জিনা খাতুন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস কুমার মন্ডল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাত সোয়া ৯টার দিকে মর্জিনা খাতুন মারা গেছেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।’
মানস কুমার মন্ডল বলেন, ‘জ্বর, সর্দি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ২০ জুলাই দুপুরে স্বজনরা মর্জিনা খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।’
তালা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অতনু কুমার ঘোষ বলেন, ‘গত ৯ জুলাই মর্জিনা খাতুনের কোভিড-১৯ পজিটিভ আসে। তাকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
জেলা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে মর্জিনার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনকে বলা হয়ছে।’
হাসপাতাল সূত্র জানায়, করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাজপাতালে এ পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মৃত্যুর পর পরীক্ষায় ১৪ জনের পজিটিভ এসেছে।
Comments