৪৫ ক্রিকেটারকে নিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প

BCB logo

মাসখানেক আগেই বিসিবির গেম ডেভোলাপমেন্ট কমিটি করেছিল এমন ছক। আগামী যুব বিশ্বকাপকে লক্ষ্য করে যুব দল গড়তে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প শুরু করতে যাচ্ছে বিসিবি। সাভারের বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের এই প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ৪৫ ক্রিকেটার।

ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারকে ১৫ জন করে তিন ভাগ করা হয়েছে। সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় ফিটনেস ক্যাম্প শুরুর আগে ১৫ থেকে ১৯ অগাস্টের মধ্যে এদের সকলের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।

পরীক্ষায় নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে ২৩ অগাস্ট থেকে শুরু হবে ক্যাম্প। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে আটটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।

অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল:

গ্রুপ ১:

মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া রোমান, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান, হাসিব হাওলাদার।

গ্রুপ ২:

অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলি, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত, আরাফাত ইসলাম।

গ্রুপ ৩:

সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরাব হোসেন অহিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজি সুমন, মিজবাহ আহমেদ, লিমন হোসেন, মইনুল হাসান।

 

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

53m ago