ওয়েব সিরিজে প্রথমবারের মতো ‘মাফিয়া’ চরিত্রে জাহিদ হাসান

zahid hasan
অভিনেতা জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

‘মাফিয়া’ নামে একটি ওয়েব সিরিজে প্রথমবারের মতো অভিনয় করবেন অভিনেতা জাহিদ হাসান। এটি পরিচালনা করছেন চিত্রপরিচালক শাহীন সুমন।

আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ব্যক্তিদের রহস্যময় জীবনযাপনের চিত্র ফুটে উঠবে এখানে। থাকবে প্রেম, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুর ভালোবাসা, ক্ষমতার মোহ ও প্রতারণার গল্প। ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন দিল মোহাম্মদ। ১৫০ পর্বের এ সিরিজটির শুটিং শুরু হবে চলতি মাসেই।

পরিচালক শাহিন সুমন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘খুবই শক্তিশালী একটি চরিত্রের জন্য জাহিদ হাসানকে নেওয়া হয়েছে। আমার বিশ্বাস দর্শকের মনে দাগ কাটবে চরিত্রটি।’

জাহিদ হাসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘চরিত্রটিতে অভিনয় করার দারুণ সুযোগ রয়েছে। আমার কাছে তাদের চিন্তা-ভাবনা ভালো লেগেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে। শাহীন সুমনের মাফিয়া গল্পের প্রধান চরিত্রে থাকছি আমি।’

শাহিন সুমন আরও বলেন, ‘জাহিদ হাসান অভিনয় গুণে নিজেকে আলোকিত করে রেখেছেন। আমার নতুন জার্নিতে তাকে পাওয়াটা অবশ্যই দারুণ কিছু। আমার সঙ্গে এটি তার প্রথম কাজ। তার চরিত্রের নাম ননী ভাই। খুবই শক্তিশালী একটি চরিত্র। দর্শকের মনে দাগ কাটবে চরিত্রটি। ওয়েব সিরিজে একসঙ্গে তিন ক্যামেরা দিয়ে চলবে কাজ। সহকারী পরিচালক হিসেবে থাকছেন লরিন খান।’

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ ওয়েব সিরিজটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির চ্যানেল ভয়েস টিভির ইউটিউব, ফেসবুক ও ওয়েব পোর্টালে।

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

9m ago