সলিমুল্লাহ মেডিকেলের সাবেক অধ্যাপক ডা. আসাদুল হক খানের মৃত্যু
স্যর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আসাদুল হক খান মারা গেছেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
হাসপাতালের জনসংযোগ বিভাগের পরিচালক ডা. সাগুফতা আনোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, অধ্যাপক ডা. আসাদুল (৭৫) আজ সন্ধ্যা ছয়টার দিকে মারা গেছেন। তিনি বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে তার কোভিড-১৯ এর উপসর্গও ছিল। তবে গতকাল করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় তাকে সাধারণ আইসিইউতে রাখা হয়েছিল। তার স্ত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনিও এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৮০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১২ জন চিকিৎসক।
Comments