বাড়িতে ত্রাণের চাল, ধামরাইয়ে ইউপি চেয়ারম্যান আটক

ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রীসহ মিজানুর রহমান মিজু নামে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
Dhamrai Chairman.jpg
আটক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। ছবি: স্টার

ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রীসহ মিজানুর রহমান মিজু নামে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার ভোররাত রাত ২টার দিকে ধামরাই থানার যাদবপুর ইউনিয়নের আমছিমোড় এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান মিজু (৬০) ধামরাই থানার ৪ নম্বর যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

র‌্যাব-৪ জানায়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ না করে যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান আমছিমোড় এলাকার নিজ বাড়ির দোচালা ঘরের ভেতর মজুদ করে রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেই স্থান থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার’ ও ‘ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য’ লেখা ৩৫টি চালের বস্তা (৫৬০ কেজি) উদ্ধার করা হয়। পরে চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।’

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

2h ago