শাস্তি দেওয়ায় ম্যাচ রেফারি বাবাকে বড়দিনের উপহার দেবেন না ব্রড!

stuart broad and chris broad
ছবি: এএফপি

পাকিস্তানের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে বাজে ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের এই পেসারকে সাজা দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। দুজনের মধ্যে সম্পর্ক বাবা-ছেলের। ওই ঘটনার পর স্টুয়ার্ট ব্রড বলেছেন, আগামী বড়দিনের উপহারের তালিকা থেকে তিনি বাদ দিয়েছেন বাবার নাম!

ঘাবড়ে যাবেন না পাঠক। শাস্তির বিষয়টি তাদের বন্ধনে কোনো ফাটল ধরায়নি। নিছক মজার ছলে কথাগুলো বলেছেন অভিজ্ঞ ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

গেল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আচরণবিধি লঙ্গণের দায়ে ব্রডের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার ঝুলিতে। বাবা ক্রিস ব্রডের সামনে নিজের দোষ আগেভাগে স্বীকার করে নিয়েছিলেন ব্রড। তাই আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।

পরবর্তীতে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’ স্টুয়ার্ট ব্রডের শাস্তির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানায়। এরপর সেখানে তিনি জুড়ে দেন নিজের মন্তব্য, ‘বড়দিনের কার্ড ও উপহার তালিকা থেকে তাকে (বাবাকে) বাদ দিয়েছি।’

আগে পাওয়া আরও দুটি ডিমেরিট পয়েন্টের সঙ্গে নতুনটি যোগ হওয়ায় তিনটি ডিমেরিট পয়েন্ট এখন ব্রডের নামের পাশে। নিয়ম অনুসারে, দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন তিনি।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago