বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে পশ্চিমবঙ্গের কাছে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকার
করোনাভাইরাস মহামারিতে পূর্ব ঘোষণা ছাড়া লকডাউন জারি করায় বাংলাদেশে আটকে পড়েছেন অনেক ভারতীয়। আটকে পড়া দুই হাজার ৬৮০ নাগরিককে প্রবেশের অনুমতি দিতে পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
এনডিটিভি জানায়, ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রণালয়কে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশে আটকে পড়াদের ফিরিয়ে নিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার বিষয়টি বিবেচনা করে দেখতে অনুরোধ করেছে।
পশ্চিমবঙ্গের মুখ্য সচিব রাজীব সিনহাকে পাঠানো চিঠিতে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোড়াইস্বামী বলেন, ‘ঢাকায় খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি যে, পেট্রাপোল-বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় দুই হাজার ৩৯৯ জন ও ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ২৮১ জন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইছেন।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা স্কুলের বারান্দায় বা সাধারণ পার্কে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। চরম দুর্দশায় জীবন কাটাচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে।’
পশ্চিমবঙ্গের এক সরকারি কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, কেন্দ্রের এই অনুরোধ বিবেচনা করে দেখছে মমতা সরকার। নাগরিকদের ফেরাতে কী করা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘ভারতে ফেরার জন্য ট্রেনে ওঠার আগে বাংলাদেশে আটকে পড়াদের স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়টি কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে।’
Comments