সুনামগঞ্জে তিন দফা বন্যায় মৎস্য খাতে অর্ধশত কোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জে তিন দফা বন্যায় ১১ উপজেলায় ৮ হাজার ৬৬৫টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ হাজার ৪৮৪ মৎস্যচাষি। এসব খামার থেকে দুই হাজার নয়শ ৮৪ টন মাছ এবং ৪ লাখ ৬৫ হাজার পোনা ভেসে গেছে। পুকুরের পাড়ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এই খাতে ক্ষতি হয়েছে প্রায় ৫২ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
সুনামগঞ্জ জেলা শহরের মল্লিকপুরের মৎস্যচাষি তাজুল মিয়া বলেন, ‘আমার পাঁচ জনের পরিবারে কখনোই অভাব ছিল না। কিন্তু, এবারের তিন দফা বন্যা আমাকে নিঃস্ব করে দিয়েছে। জেলার বেশিরভাগ জনপদ বন্যায় বিপর্যস্ত। কাজকর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছেন অনেকে। পথে বসে গেছে পুকুরে মাছ চাষ করা মানুষজন। বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকের ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য নেই।’
একই এলাকার হাবিবুর রহমান বলেন, ‘আমরা সরকারি ঋণ সহায়তার দিকে তাকিয়ে আছি। সুদমুক্ত ঋণ পেলে হয়তো অনেকে আবার খামার ও মাছ চাষে আগ্রহী হয়ে উঠবে। বন্যা পরবর্তী দুর্ভোগ কাটিয়ে উঠতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে হাওরপারের মানুষ।’
Comments