ভেন্টিলেটরে স্থিতিশীল অবস্থায় প্রণব মুখার্জী
করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার আর অবনতি হয়নি। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
আর্মি রিসার্চ অ্যান্ড রেফারল হাসপাতালের বরাত দিয়ে এনডিটিভিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রণব মুখার্জীর অবস্থা স্থিতিশীল, তবে তিনি অচেতন অবস্থাতেই আছেন এবং তাকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়েছে।
সম্প্রতি পড়ে গিয়ে মাথায় চোট পান ভারতের এই রাষ্ট্রপতি। গত সোমবার তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এই চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হলে জানা যায় যে তিনি করোনায় আক্রান্ত।
প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় জানিয়ে তার ছেলে টুইটারে লেখেন, ‘আপনাদের সকলের প্রার্থনায় আমার বাবার রক্তচাপ এখন অনেকটাই স্থিতিশীল। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আপনার এই প্রার্থনা চালিয়ে যান এবং আমার বাবা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্যও প্রার্থনা করুন।’
মাথায় অস্ত্রোপচারের পর দিল্লির আর্মি হাসপাতালে চিকিৎসা চলছে প্রণব মুখার্জীর।
গত সোমবার বিকেলে নিজেই টুইট করে করোনা সংক্রমণের কথা জানান তিনি। তার সংস্পর্শে যারা এসেছেন তাদের আইসোলেশনে থাকতে এবং কোভিড-১৯ পরীক্ষা করানোর জন্যও অনুরোধ জানান।
আরও পড়ুন: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত
Comments