রাজধানীতে পুলিশের উপপরিদর্শকসহ ৯ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা

রাজধানীর ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদাসহ নয় জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার কদমতলী এলাকার এমএসটি এন্টারপ্রাইজের মালিক মো. ইমরান হোসেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
স্টার অনলাইন গ্রাফিক্স‌

রাজধানীর ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদাসহ নয় জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার কদমতলী এলাকার এমএসটি এন্টারপ্রাইজের মালিক মো. ইমরান হোসেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ আদালতে শুনানির পর ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা অভিযোগটি আমলে নেন। তিনি অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন—উজ্জল হোসেন, সানাউল হক, তরিকুল, আলম, যুবায়ের, শামীম, সজিব ও রবিউল। তারা কেউ পুলিশে কর্মরত নন।

এসআই নাজমুলের বিরুদ্ধে অভিযোগ, গত বছর ৩০ শে অক্টোবর, যখন তিনি কদমতলী থানায় কর্মরত ছিলেন, সে সময় তিনি এবং মামলার অপর অভিযুক্তরা অভিযোগকারী (ইমরান) কে কদমতলী থেকে অপহরণ করে রাজধানীর শ্যামপুর ইকো পার্ক এলাকায় নিয়ে যায়।

মামলার নথিতে বলা হয়, অপহরণ করার পর তারা ইমরানের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা করার হুমকি দিয়ে জোর করে দোকানের চাবি নিয়ে যায়। পরে অভিযুক্তরা অভিযোগকারীর দোকান খুলে এক লাখ টাকা ও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়।

দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে এসআই নাজমুলের বক্তব্য জানতে তার নম্বরে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

9h ago