চমকে দেওয়া লাইপজিগকেই সেমিতে পেল পিএসজি

বৃহস্পতিবার রাতে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের এক লেগের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে অ্যাতলাটিকোকে হারিয়ে দেয় লাইপজিগ
ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে আসাই বড় অর্জন ছিল জার্মান ক্লাব আরবি লাইপজিগের। তবে এখানেই যাত্রা থামাতে চায়নি তারা। স্প্যানিশ জায়ান্ট অ্যাতলাটিকো মাদ্রিককে হারিয়ে আরও বড় বিস্ময় উপহার দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে সেমিতে এখন নেইমারদের প্রতিপক্ষ মাত্র ২০০৯ সালে যাত্রা শুরু করা ক্লাবটি।

বৃহস্পতিবার রাতে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন্স লিগের এক লেগের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে অ্যাতলাটিকোকে হারিয়ে দেয় লাইপজিগ।  ১৯ অগাস্ট সেমিতে পিএসজির বিপক্ষে খেলবে জার্মান ক্লাব।

কোয়ার্টার ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে আতল্যাটিকো-লাইপজিগ লড়াই। তবে প্রথমার্ধে আসেনি কাঙ্ক্ষিত গোল।

বিরতির মিনিট পাঁচেক পর এগিয়ে যায় লাইপজিগ। ডান দিক থেকে আসা ক্রস থেকে হেডে গোল করে দানি ওলামো।

৭১ মিনিটে জোয়াও ফিলিক্সকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় আতল্যাটিকো। তা থেকে ফিলিক্স  গোল শোধ করে দিলে ফের ম্যাচে আসে প্রাণ।

৮৮ মিনিটে স্প্যানিশ জায়ান্টদের স্তব্ধ করে দেন টেইলর অ্যাডামস। তার নিচু শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রাখার উৎসবে মাতে লাইপজিগ।

Comments

The Daily Star  | English

Reforms needed before polls: Yunus

The 84-year-old microfinance pioneer is helming a temporary administration, to tackle what he has called the "extremely tough" challenge of restoring democratic institutions.

31m ago