কোপা আমেরিকার নতুন সূচি চূড়ান্ত
করোনাভাইরাস মহামারির কারণে গত জুন-জুলাই মাসে সূচি থাকা কোপা আমেরিকা ফুটবল স্থগিত হয়ে যায়। এবার স্থগিত এই আসরের নতুন তারিখ জানিয়েছে আয়োজকরা। প্রথমবারের মতো দুটি দেশে দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরটি শুরু হবে ২০২১ সালের ১১ জুন। ফাইনাল হবে ১০ জুলাই।
এবার কোপা আমেরিকার যৌথ আয়োজক হিসেবে থাকছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর্জেন্টিনার বুয়েনস আইরেসে হবে উদ্বোধনী ম্যাচ। ১০ জুলাই ফাইনাল হবে কলম্বিয়ার মেত্রোপলিতান স্টেডিয়ামে।
দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে লড়বে আর্জেন্টিনা ও চিলি।
আসরে অন্যতম ফেভারিট আর্জেন্টিনার সঙ্গে ‘এ’ গ্রুপে আছে উরুগুয়ে, অতিথি দল অস্ট্রেলিয়া, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ে।
‘বি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া, অতিথি দল কাতার, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু।
উদ্বোধনী ম্যাচের পর ১৫ জুন উরুগুয়ে, ১৯ জুন প্যারাগুয়ে, ২২ জুন অস্ট্রেলিয়া ও ২৭ জুন বলিভিয়ার বিপক্ষে ম্যাচ আছে আর্জেন্টিনার।
‘বি’ গ্রুপে থাকা ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন; ভেনিজুয়েলার বিপক্ষে। এরপর ১৭ জুন পেরু, ২১ জুন কাতার, ২৪ জুন কলম্বিয়া, ২৮ জুন ইকুয়েডরের বিপক্ষে খেলবে আসরের অন্যতম ফেভারিটরা।
Comments