মঠবাড়িয়ায় ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
পিরোজপুরের মঠবাড়িয়ায় সহপাঠীদের সঙ্গে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদ্দুজামান আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ধর্ষণের শিকার ওই দুই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বামনার একটি কলেজে কাগজপত্র জমা দিতে যান। কলেজের কাজ শেষে দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ার হরিণপালা ইকোপার্কে ঘুরতে যাওয়ার সময় পথে ধর্ষণের শিকার হন।’
‘এরপর শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে ফোন করে ১৫ হাজার টাকা চাঁদাও দাবি করে অভিযুক্ত ধর্ষকরা। অভিভাবকরা তাৎক্ষণিক বিষয়টি মঠবাড়িয়া থানায় জানালে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের উদ্ধার করে,’ যোগ করেন তিনি।
এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এক অভিযুক্ত ধর্ষককে ভান্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট থেকে গ্রেপ্তার করে বলেও জানান ওসি।
Comments