বশেমুরবিপ্রবি থেকে চুরি যাওয়া ৩৪ কম্পিউটার উদ্ধার, আটক ২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লাইব্রেরি ল্যাব রুম থেকে চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪ কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Gopalganj
স্টার অনলাইন গ্রাফিক্স

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লাইব্রেরি ল্যাব রুম থেকে চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪ কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান পুলিশের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বনানী থানার এসআই শাহিন আলম গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানাধীন ক্রিস্টাল ইন হোটেল থেকে ৩৪টি এইচপি কম্পিউটার উদ্ধার করেন। সেসময় দুই জনকে আটক করা হয়।

পরে তাদেরকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

পুলিশ সূত্র জানায়, গত ২০ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বশেমুরবিপ্রবির লাইব্রেরি ল্যাব রুম থেকে ৪৯ ডেস্কটপ কম্পিউটার চুরি হলে মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়।

Comments