চিত্রশিল্পী মুর্তজা বশীর আইসিইউতে

চিত্রশিল্পী মুর্তজা বশীর। ছবি: স্টার

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গতকাল রাতে শ্বাসকষ্ট ও অক্সিজেন গ্রহণের হার কমে যাওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মুর্তজা বশীরের বড় মেয়ে মুনিরা বশীর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চিকিত্সকরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। তবে, বাবা এখনো আমার সঙ্গে কথা বলছেন এবং তিনি লাইফ সাপোর্টে চিকিত্সা নিতে রাজি নন।’

‘চিকিত্সকরা বাবার শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট নন। তারা মনে করছেন বাবা কোভিড-১৯ এ আক্রান্ত। তবে, ২০১৩ সাল থেকে তিনি এই ধরণের সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছেন,’ যোগ করেন তিনি।

গত কয়েক বছর ধরেই মুর্তজা বশীরকে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে। গত বছর ফুসফুসে সমস্যার কারণে, তিনি হৃদরোগে আক্রান্ত হন। শ্বাস প্রশ্বাস স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে থাকতে হবে।

মুনিরা বশীর তার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর ঢাকা গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) থেকে শিক্ষালাভ করেন। তিনি একাধারে চিত্রশিল্পী, কার্টুনিস্ট, কবি, লেখক, গবেষক। ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। ১৯৮০ সালে একুশে পদক ও ২০১৯ সালে স্বাধীনতা পদক পান তিনি।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago