শুধু সীমান্ত নয়, তারাই প্রকৃত প্রতিবেশী যারা হৃদয়ও ভাগ করে নেয়: মোদি

ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: রয়টার্স

সীমান্তে ভারত বরাবরই উপযুক্ত জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার, ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘প্রতিবেশী শুধু সেই নয় যে আমাদের সীমান্ত এলাকা ভাগ করে নেয়, তারাই প্রকৃত প্রতিবেশী যারা এর সঙ্গে আমাদের হৃদয়ও ভাগ করে নেয়।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার, ক্ষমতায় থাকা অবস্থায় টানা সপ্তম বছরের মতো ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে লাল দুর্গ থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি।

ভাষণে মোদি বলেন, ‘এলওসি (নিয়ন্ত্রণ রেখা) থেকে এলএসি (প্রকৃত নিয়ন্ত্রণ রেখা) পর্যন্ত যখনই ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমাদের সেনারা তাদের মতো করে কড়া জবাব দিয়েছে।’

‘ভারতের অখণ্ডতা রক্ষা আমাদের কাছে সবার আগে। আমাদের সেনারা ঠিক কী করতে পারে, দেশ কী করতে পারে, লাদাখের উদাহরণের মাধ্যমে গোটা বিশ্ব তা দেখেছে। যে বীর যোদ্ধারা আত্মবলিদান দিয়েছেন, আজ লালকেল্লা থেকে আমি তাদের সেলাম জানাই।’

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ হোক বা আগ্রাসনবাদ, ভারত দুইয়ের সঙ্গেই লড়ছে’।

প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘প্রতিবেশী শুধু সেই নয় যে আমাদের সীমান্ত এলাকা ভাগ করে নেয়, তারাই প্রকৃত প্রতিবেশী যারা এর সঙ্গে আমাদের হৃদয়ও ভাগ করে নেয়। যেখানে পারস্পরিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা তৈরি হয়, সেখানেই সম্পর্কে আরও উষ্ণতা আসে। যদি বৃহত্তরভাবে দেখা যায় তাহলে বোঝা যাবে যে ভারতের সঙ্গে অনেক দেশেরই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা একসঙ্গে কাজ করছি এবং একে অপরের প্রতি শ্রদ্ধার কারণে পারস্পরিক সম্পর্কও তৈরি হয়েছে।’

১ ঘণ্টা ২৬ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী মোদি ‘আত্মনির্ভর ভারত’, ‘লোকাল ফর ভোকাল’ ও ‘মেক ইন ইন্ডিয়া টু মেক ফর ওয়ার্ল্ড’ এর মতো বিষয়গুলোও তুলে ধরেন। তার ভাষণে ভারতের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন তৈরির প্রসঙ্গও উঠে আসে।

Comments

The Daily Star  | English

Iran says it will not violate ceasefire deal unless Israel does

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago