দিনাজপুরে ২০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ২

দিনাজপুরের বীরগঞ্জে ২০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান দিনাজপুর র্যাব এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক আবদুল্লাহ আল মামুন।
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আজ সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন মাকরাই গ্রামে অভিযান চালিয়ে
মূল্যবান কষ্টিপাথরের স্বরস্বতী মূর্তিসহ এই দুজনকে গ্রেপ্তার করে র্যাব।’
পাচারের উদ্দেশ্যে মূর্তিটি সংগ্রহ করা হয়েছিল বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এ ঘটনায় র্যাব বাদী একটি মামলা দায়ের করেছে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- লিটন চন্দ্র রায়(৩২), মো. লিমন রাজা (৩২)।
Comments