সিটিকে হারানোর পর বড় স্বপ্ন ডানা মেলছে লিঁও কোচের
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠার লড়াইয়ে অলিম্পিক লিঁওর বিপক্ষে পরিষ্কার ফেভারিট ছিল ম্যানচেস্টার সিটি। তারকা খেলোয়াড়দের ভিড়, নামেভারে অনেকখানি এগিয়ে থাকায় হিসেব পক্ষে ছিল ইংলিশ ক্লাবেরই। কিন্তু মাঠের খেলায় মিলেছে ভিন্ন ছবি। সিটিকে স্তব্ধ করে শেষ চারে উঠেছে লিঁও। ফরাসি ক্লাবটির কোচ রুডি গার্সিয়ার মনে এখন ডানা মেলছে আরও বড় স্বপ্ন।
শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেছে লিঁও। বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে তারা।
এমন সাফল্যের পর ম্যাচ শেষে গার্সিয়া স্বপ্নের সীমানা বড় করে বলেছেন, সীমা ছাড়াতে চান তারা।
সেমিতে যাদের বিপক্ষে খেলতে হবে সেই জার্মান ক্লাব বায়ার্ন বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছে। চ্যালেঞ্জটা যে কত কঠিন জানা আছে গার্সিয়ার, কিন্তু কোন কিছুই অসম্ভব মনে হচ্ছে না তার, ‘আমরা জানি সামনে কে আছে। আমরা জুভেন্টাসকে বিদায় করেছি, ম্যানচেস্টার সিটিকে বিদায় করলাম। আমরাও চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার।’
‘বায়ার্নও একই রকম। যৌক্তিকভাবেই খেলোয়াড়রা আশা করে আমরা আরেক ধাপে যেতে পারব। সেজন্যই প্রস্তুতি নিচ্ছি।’
ফরাসি লিগ ওয়ানে সাত নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল লিঁও। তবে চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন মেজাজে দেখা যাচ্ছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগে গত ২৩ মৌসুম থেকেই নিয়মিত খেলছে তারা। কিন্তু কখনই ছাড়াতে পারেনি সেমিফাইনালের গণ্ডি।
২০১০ সালে শেষ চারে বায়ার্নের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারও ফাইনালে যাওয়ার পথে লিঁওর বাধা বায়ার্ন। এবার তা কাটাতে নিজেদের আত্মবিশ্বাসী দেখছেন লিঁও কোচ, ‘যখন কোন দল সেমিতে উঠে, বুঝতে হবে ফাইনালে যাওয়ার সকল যোগ্যতা আছে তাদের।’
Comments