করোনায় নড়াইলে আ. লীগ নেতার মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ (৬৮) মারা গেছেন।
তিনি গতকাল রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে ঢাকার একটি হাসপাতালে মারা যান।
মৃতের আত্মীয় এসবি বাহার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অ্যাডভোকেট সিদ্দিক আহমেদকে আজ সোমবার জোহর নামাজের পর নড়াইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।’
পারিবারিক সূত্র জানায়, গত ৭ আগস্ট নড়াইল পৌর এলাকার বাসিন্দা সিদ্দিক আহমেদের করোনা শনাক্ত হয়। পরের দিন তাকে ঢাকায় সরকারী কর্মচারী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টা ২০ মিনিটের দিকে মারা যান।
Comments