ধোনি ‘সেরা অধিনায়ক’, কিন্তু অবসরের ধরন ভালো লাগেনি ইনজামামের
ভারতকে দুই সংস্করণে দুটি বিশ্বকাপ এনে দিয়েছেন, জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। পরিসংখ্যানে ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে কেবল পরিসংখ্যানই না, প্রভাবেও ধোনিকে ভারতের সেরা অধিনায়ক মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। সেরা বলেই ধোনির আছে বিপুল তারকাখ্যাতি, কোটি কোটি ভক্ত। আর এই কারণেই তার মাঠ থেকে অবসর না নেওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন ইনজামাম।
শনিবার রাতে বাড়িতে বসেই ইন্সটাগ্রাম পোস্টে ধোনি জানিয়ে দেন তার বিদায় বার্তা। ক্যারিয়ারের কয়েকটি ছবিতে হিন্দি গান জুড়ে দেওয়া ছোট্ট ঘোষণা পরে আলোড়ন তুলে ক্রিকেট বিশ্বে। ধোনির আন্তর্জাতিক খেলা ছাড়ার খবর হয়ে যায় সবচেয়ে বড়।
এভাবে অবসর নেওয়া গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে যায়।
আন্তর্জাতিক ক্রিকেটে ধোনিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন ইনজামামও। ধোনির বর্ণিল ক্যারিয়ারের খুঁটিনাটি জানা তার ভালোভাবেই। সাবেক পাকিস্তান অধিনায়ক নিজের ইউটিউব চ্যানেলে ধোনির অবসরের ধরন নিয়ে তাই তুলেন প্রশ্ন, ‘দুনিয়াজুড়ে ধোনির কোটি কোটি ভক্ত আছে, যারা তাকে মাঠে দেখতে পছন্দ করে। আমি মনে করি এত বড় মাপের একজন ক্রিকেটারের বাড়িতে বসে অবসরে যাওয়া ঠিক হয়নি। মাঠ থেকেই অবসর নেওয়া উচিত ছিল।’
২০১৩ সালে বিপুল দর্শকের সামনে জীবনের শেষ ম্যাচ খেলেছিলেন শচিন টেন্ডুলকার। তুমুল দর্শক করতালির ওই বিদায় একজন ক্রিকেটারের সবচেয়ে বড় সম্মান মনে করেন ইনজামাম, ‘শচিন টেন্ডুলকারেরকেও আমি একটা কথা বলেছিলাম। এত ভক্ত অনুসারী যার আছে তার মাঠ থেকে খেলা ছাড়া উচিত। মাঠ থেকেই তো এই সম্মান, এই খ্যাতি মিলেছে।’
‘ধোনিও এভাবে অবসর নিলে আমি খুশি হতাম, ভক্তরা খুশি হতো। ধোনি ভারতের সেরা অধিনায়ক।’
অবসরের ধরন ভালো না লাগলেও ধোনি যে কত বড় ক্রিকেটার তার ব্যাখ্যা দিতে অনেক শব্দ খরচ করেছেন পাকিস্তানের অনেক সাফল্যের নায়ক ইনজামাম, ‘ধোনি খুব ঘন সেঞ্চুরি করত তা না, কিন্তু এমন সব ইনিংস খেলত যে ম্যাচ জিতে জেট। একাই জিতিয়ে দিত। ২০১১ বিশ্বকাপের ফাইনালে রান তাড়ায় চারে গিয়ে জিতিয়ে দিল, কতটা আত্মবিশ্বাস ছিল তার।’
‘সে প্রচণ্ড বুদ্ধিদীপ্ত একজন ক্রিকেটার। সে অনেক তরুণকে গড়ে তুলেছে। সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন ধোনির গড়ে তোলা। খেলাটা গভীরভাবে বুঝত ধোনি।’
Comments