খালেদার ৪ মামলার স্থগিতাদেশ আপিল বিভাগে বহাল
২০১৫ সালে দায়ের করা চারটি পৃথক ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিচার স্থগিত রাখার হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আপিল বিভাগ অবশ্য হাইকোর্টকে মামলার বিষয়ে জারি করা রুলগুলোর শুনানি ও নিষ্পত্তি করতে বলেছেন। এ জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আজ সোমবার মামলার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করতে রাষ্ট্রপক্ষের করা চারটি পৃথক আবেদনের ভার্চুয়াল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ এবং খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল দ্য ডেইলি স্টারকে বলেন, সুপ্রিম কোর্টের এ আদেশের পর খালেদা জিয়ার বিচার কার্যক্রমের বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর থাকবে। তবে, হাইকোর্ট মামলা নিষ্পত্তি সংক্রান্ত রুল শুনানি করবেন। এই চার মামলায় খালেদা জিয়া জামিনে আছেন বলেও জানান তিনি।
খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ৩৭টি মামলার ৩৫টিতে তিনি জামিন পেয়েছেন। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
চলতি বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন কারাগার থেকে মুক্তি পান।
Comments